টাঙ্গাইলে র্যাবের সঙ্গে সংঘর্ষে আন্তজেলা ডাকাত দলের সর্দার মোস্তফা নিহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার মাগুরআটা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২ র্যাব সদস্য ও ১০ ডাকাত আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১০টি দেশীয় অস্ত্র, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও ঘর ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত সর্দার মোস্তফার বাড়ি জেলার মধুপুর উপজেলায়।টাঙ্গাইল র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জাগো নিউজকে জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাগুরআটা এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ২টি হাত বোমা ছোড়ে। পরে র্যাব পাল্টা গুলি চালালে আন্তজেলা ডাকাত দলের সর্দার মোস্তফা নিহত হন। এসময় ২ র্যাব সদস্য ও ১০ ডাকাত আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এমজেড/এমএস
Advertisement