তিন গ্রুপ থেকে তিন দল নাম প্রত্যাহার করে নেওয়ায় ওই গ্রুপগুলোর বাকি দুই দল এমনিতেই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এখন ওইসব গ্রুপে হয়েছে একটি করে ম্যাচ। সেটা আসলে গ্রুপসেরা নির্ধারণের। সেই লড়াইয়ে মোহামেডান ও শেখ রাসেলের পর শেখ জামালও ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
Advertisement
বৃহস্পতিবার বিকেলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ জামাল ও রহমতগঞ্জ মুখোমুখি হয়েছিল গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে। নির্ধারিত সময়ে কেউ কাউকে হারাতে পারেনি। ম্যাচ ড্র হয় ১-১ গোলে। তারপর ট্রাইব্রেকারে শেখ জামাল ৫-৪ গোলে জিতে হয়েছে গ্রুপসেরা।
ম্যাচটি নির্ধারিত সময়েই জিততে পারতো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৭ মিনিটে গোল দিয়ে ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। তবে গোলটি ধরে রাখতে পারেনি।
৯০ মিনিটে গোল করে ম্যাচটাকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যায় পুরনো ঢাকার ক্লাবটি। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টাইব্রেকার শেখ জামাল ৫ টি গোলই করেছেন। রহমতগঞ্জ করেছে চারটি।
Advertisement
৭ মিনিটে নুরুল আবসারের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৯০ মিনিটে সমতা আনেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।
টাইব্রেকারে জামালের গোল করেছেন-সলোমন কিং, ইয়াসিন খান, আরিফুল ইসলাম, নুরুল আবসার ও রায়হান হাসান। রহমতগঞ্জের গোল করেছেন- আসোরভ, ওয়ালি ফয়সাল, ফিলিপ ও স্বাধীন। মিস করেছেন সানডে।
আরআই/এমএমআর
Advertisement