ফিচার

আজকের এইদিনে : ০৪ জানুয়ারি ২০১৬

১৪৯৩ খ্রিস্টাব্দের এই দিনে  কলম্বাস আমেকি থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।১৬৪৩ খ্রিস্টাব্দের এই দিনে  বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন।১৭৮৫ খ্রিস্টাব্দের এই দিনে  গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম জার্মানির হানাও শহরে জন্মগ্রহণ করেন।১৮১৩ খ্রিস্টাব্দের এই দিনে  শর্টহ্যান্ড লেখনপদ্ধতির উদ্ভাবক স্যার ইজাক পিটম্যানের জন্ম।১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে  সাহিত্যের অনন্য মহাকাব্য ‘মেঘনাদবধ’ প্রকাশিত হয়।১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে   বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে  প্রচণ্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে  শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসটি ব্রিটিশ রাজ কর্তৃক বাজেয়াপ্ত হয়।১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে  সাহিত্যে নোবেলজয়ী ফরাসি দার্শনিক অঁরি বের্গসঁর মৃত্যু।১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে  সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী ইংরেজ কবি টি এস এলিয়টের মৃত্যু।১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে  কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু।১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে  ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।এইচআর/এমএস

Advertisement