দেশজুড়ে

পটুয়াখালীতে ৫ ইউনিয়নে নৌকা, বিদ্রোহী-স্বতন্ত্র ২

পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে পাঁচ ইউনিয়নে নৌকা, একটিতে বিদ্রোহী ও বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

Advertisement

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আলী শাহানুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কলাপাড়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- নীলগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. বাবুল মিয়া, টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, চাকামইয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান।

রাঙ্গবালী উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- রাঙ্গাবালী ইউনিয়নে নৌকা প্রতীকের শাহিদুজ্জামান মামুন, ছোট বাইশদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের এ বি এম আবদুল মান্নান, চরমোন্তাজ ইউনিয়নে নৌকা প্রতীকের একে শামসুদ্দিন আবু মিয়া ও চালিতাবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মু. জাহিদুর রহমান।

Advertisement

আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম