ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন মামুনুর রশীদ মিলন। নৌকা প্রতীকে ১৬ হাজার ৪০৫ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।
Advertisement
রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া দাগনভূঞা উপজেলার আরও পাঁচটি ইউনিয়নে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ফেনীর সোনাগাজী উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছয়টিতে নৌকা প্রতীকের প্রার্থী আর বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
Advertisement
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জে একক প্রার্থী থাকায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বাকি ৭ ইউনিয়নে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- চরমজলিশপুরে নৌকা প্রতীকের প্রার্থী এমএ হোসেন, বগাদানা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন বাবুল, চরদরবেশ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম ভূট্টো, চরছান্দিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন মিলন, সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী উম্মে রুমা, আমিরাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক হিরণ ও নবাবপুরে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী জহিরুল আলম জহির।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস
Advertisement