অর্থনীতি

‘সিয়েলো রুফটপ’ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির পাশাপাশি বেশ কিছু অভিযোগে রাজধানীর ‘সিয়েলো রুফটপ’ রেস্টুরেন্টকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

Advertisement

বুধবার (২৯ ডিসেম্বর) কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত ওই রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক নেই। প্রিমিসেস লাইসেন্স নেই। স্বাস্থ্য সনদ নেই কর্মচারীদের। এছাড়া ফায়ার লাইসেন্স নেই। ফ্রিজে লেবেল ছাড়া প্রচুর খাদ্যপণ্য মজুত করতে দেখা যায়।

Advertisement

এসব অপরাধে সিয়েলো রুফটপ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার তার অপরাধ স্বীকার করে জরিমানা প্রদান করেন।

অভিযানকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বিএফএসএ’র অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএইচ/জেডএইচ/

Advertisement