বরগুনায় বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
বুধবার (২৯ ডিসেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার বাইনসমের্ত এলাকার ওয়ারেস তালুকদারের ছেলে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোহাম্মদ রিয়াজ এতথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
আদালত সূত্রে জানা যায়, মা হাজেরা বেগম ও তার স্বামীকে ভরণপোষণ দেন না ছেলে কামাল হোসেন ও পুত্রবধূ বিথী আক্তার। তারা তাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় গত ৫ অক্টোবর ছেলে কামাল হোসেন ও তার স্ত্রী বিথী আক্তারকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন হাজেরা বেগম। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হান্নান মিয়া। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন আদালত। রায়ে আসামি বিথীকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি বিথী আদালতে উপস্থিত থাকলেও কামাল ছিলেন না।
এসআর/এএসএম
Advertisement