খেলাধুলা

চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে বাফুফের এলিট একাডেমি দল

পরবর্তী বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) অংশ নেবে বাফুফের এলিট একাডেমির ফুটবলাদের নিয়ে গঠিত ডেভেলপমেন্ট দল। বুধবার বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সভায় সভাপতিত্ব করেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইমসহ কমিটির অন্য সদস্যগণ।

সভায় আগামী বছরের জন্য বাফুফের বয়সভিত্তিক দলের কোচ নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। এই কোচ নিয়োগ দেওয়া হবে মূলতঃ আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ও অক্টোবরে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে।

বর্তমানে ৩২ জন খেলোয়াড় নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান বাফুফের এলিট একাডেমিতে আরো খেলোয়াড় নেওয়া হবে। এজন্য ৬৪ জেলা থেকে বাছাইকৃত ১১৬ জন খেলোয়াড় নিয়ে ট্রায়ালের মাধ্যমে প্রতিভাবান খেলোযাড় নেওয়া হবে। ট্রায়াল হবে ১ থেকে ২৫ জানুয়ারি।

Advertisement

আরআই/আইএইচএস/