দেশজুড়ে

৩০০ যাত্রীকে উদ্ধার করা সেই মিলন পেলেন শুভেচ্ছা উপহার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে লাফিয়ে পড়া এবং নদী সাঁতরে তীরে ওঠা প্রায় তিনশ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করেছেন ট্রলারচালক মিলন খান। একাজে মুগ্ধ হয়ে তাকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।

Advertisement

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এনে তার হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন খান। তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় তিনি প্রায় ৩০০ যাত্রীকে উদ্ধার করেছেন। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন। এজন্য অনেকেই তাকে ধন্যবাদ জানান।

Advertisement

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন তা প্রশংসনীয়। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

আতিকুর রহমান/এসআর/এএসএম