দেশজুড়ে

মৈত্রী ট্রেন থেকে কোটি টাকার মালামাল আটক

ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেন থেকে এক কোটি ১৩ লাখ টাকার মালামাল আটক করেছে চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা। শনিবার কলকাতা থেকে ৪১২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে ট্রেনটি। এরপর বেলা ১২টা ৫মিনিটে দর্শনা আন্তর্জাতিক স্ট্রেশনে পৌঁছায় ট্রেনটি। এ সময় দর্শনা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা মৈত্রী ট্রেন যাত্রীদের কাছ অতিরিক্ত প্রায় এক কোটি ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শাল চাদর, থ্রি-পিস,পাঞ্জাবি ও লু্ঙ্গিসহ বিভিন্ন মালামাল আটক করেন বলে কাস্টমস সুপার মোস্তফা কামাল জানান। আন্তর্জাতিক নিয়ম অনুয়ায়ী একজন যাত্রী ৩৫ কেজির বেশি এক দেশ থেকে অন্য দেশে মালামাল আনা নেয়া করতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ৩৭ লাগেজে এসব অতিরিক্ত মালামাল বহন করছিল, যা সর্ম্পূণ অপরাধ। ফলে দর্শনা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা অবৈধ মালামাল বহনকারী যাত্রীদের নিকট থেকে এসব মালামাল আটক করে সরকারি গুদামে জমা রাখেন।সালাউদ্দিন কাজল/এআরএ/আরআইপি

Advertisement