জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে উন্নয়ন ফি বৃদ্ধির তীব্র নিন্দা ও তা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর বিভিন্ন বিভাগে উন্নয়ন ফি বৃদ্ধি করা হয়। ছাত্র ইউনিয়ন এই ফি না বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন এ দাবির প্রতি ন্যূনতম কর্ণপাত না করে বিভিন্ন বিভাগে এ বছরও উন্নয়ন ফি বৃদ্ধি করেছে। ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণি বিজ্ঞান বিভাগে এ বছর ২ হাজার টাকা করে ফি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮ হাজার টাকা উন্নয়ন ফি নেয়ার পরও কুপন ফি`র নামে আরও ২ হাজার টাকা নেয়া হচ্ছে। অর্থনীতি বিভাগে আড়াই হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে, লোকপ্রশাসন বিভাগে ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া নামে-বেনামে বিভাগ উন্নয়ন ফি’র পরেও বিভিন্ন খাত দেখিয়ে টাকা নেয়া হচ্ছে। ছাত্র ইউনিয়নের নেতারা অবিলম্বে বর্ধিত ফি বাতিল এবং আদায়কৃত বর্ধিত টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার দাবি জানান। হাফিজুর রহমান/এসআইএস/আরআইপি
Advertisement