দেশজুড়ে

‘জয়নাল হাজারী একটি অনুপ্রেরণার নাম’

জয়নাল হাজারী আমাদের কাছে একটি অনুপ্রেরণার নাম ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

Advertisement

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ফেনীর সরকারি পাইলট স্কুল মাঠে জয়নাল আবেদীন হাজারীর জানাজাপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘যতদিন তিনি সুস্থ ছিলেন ততদিন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করেছেন। অনেকে মন্ত্রী হন, অনেকে রাষ্ট্রীয় বড় পদে আসীন হন; কিন্তু জনগণের নেতা সবাই হতে পারেন না। আপনাদের নেতা জয়নাল হাজারী ছিলেন গণমানুষের নেতা।’

তিনি বলেন, ‘ফেনীর জয়নাল হাজারী, চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী, নাটোরের শংকর গোবিন্দ, ময়মনসিংহের প্রিন্সিপাল মতিউর রহমানসহ যারা দুঃসময়ে আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন তারা আমাদের আদর্শ পুরুষ ছিলেন। জয়নাল হাজারীর হাঁটুর পরিমাণ যোগ্যতা অর্জন করতে পারতাম তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করতাম।’

Advertisement

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, মরহুমের চাচাতো ভাই সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন হাজারী মিয়া ও ভাতিজা সাফায়েত হোসেন লিটু হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জয়নাল হাজারী। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস

Advertisement