সাহিত্য

শীতকালীন প্যাঁচা ও অন্যান্য

আবু আফজাল সালেহ

Advertisement

শীতকালীন প্যাঁচা

একটি ধূসর প্যাঁচা চুপচাপ বসে আছেশীতের গাছের ডালে,বাদামি ও তামাটে পালকসামান্য বক্রতা দিয়ে বিন্দুযুক্ত,গোল গোল বড় চোখকিছু সরানোর জন্য অপেক্ষাযাতে সে নিচে নামতে পারেতার রাতের খাবারের জন্য।

অন্যের ক্ষতি প্যাঁচা বুঝবে না!

Advertisement

****

স্বাধীন ছিলাম

দীর্ঘ শীতের রাতে মৃদু হাওয়া বইছেচুলের মধ্য দিয়ে বইছে শীতলতাসকালের হালকা কুয়াশা যেমন ভেসে যায়,আমার রঙিন পাল উড়ছে,ঘূর্ণায়মান নীল মাধ্যমের প্রাতঃরাশ।

আমি তোমাকে সেখানে নিয়ে যাব; যেখানে আমরা স্বাধীন ছিলাম।

Advertisement

****

দখলদারত্ব

চাঁদের নরম কিরণ পড়ছেরাতের নীরব জমিজুড়েউপর থেকে শীতল বাতাসপাহাড় থেকে আলতো করে নামছে।

গাছের ঘন খাদঝুপড়ি, ঝরাপাতা, অট্টালিকানদী, পাহাড় এবং চারপাশেস্নিগ্ধ চাঁদনী বয়ে যাচ্ছেযেন আকাশ থেকে ঝরনা ঝরছে।

সূর্য রাতের দীর্ঘ ঘুম থেকে উঠেআকাশের উপর তার রাজত্ব দাবি করে।দুর্বলেরা সব সময় হেরে যায়স্নিগ্ধরা সব সময় প্রজা হয়।

আমাকে স্বাধীনতার রাজ্যে নিয়ে চলো।

****

চাঁদের আলোয় দেবী

চাঁদের আলো মাপবে বলেএই দীর্ঘ পথচলা তার।সে তার রূপ পরিবর্তন করেসে তার শরীরের উপর ঝুলন্তজ্যোৎস্না-আলো তাকে দেবীতে পরিণত করে।কিন্তু জানোয়ারেরা উৎসাহী খুবরক্তের জন্যসবচেয়ে বন্য এবং দ্বিগুণ উচ্ছৃঙ্খল।

জানোয়ার পেরিয়ে কিংবা এড়িয়েপ্রতি ভরা জ্যোৎস্নায় দেখা হয়একটু উষ্ণতা পাওয়ার জন্যএকটু হারিয়ে যাওয়ার জন্য।

এসইউ/জেআইএম