ফিচার

শিক্ষাবিদ এ এফ রহমান ও রিজিয়া রহমানের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার। ১৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৮৩৬- দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।১৯০৮- ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।১৯৭৪- বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।২০২০- মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জন্ম১৮৮৯- শিক্ষাবিদ স্যার এ এফ রহমান। পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি শহরে জন্মগ্রহণ হলেও তার আদি পিতৃ-ভিটা ফেনী জেলায়। পুরো নাম আহমেদ ফজলুর রহমান। একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। তিনি ১৯৩৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। ১৯৭৬ সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ. এফ. রহমান হল প্রতিষ্ঠা করা হয়। ১৮৯৪- অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক কিথ জনসন।১৯০৩- হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ জন ভন নিউম্যান।১৯১১- ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার ফণী মজুমদার।১৯৩৭- ভারতীয় শিল্পপতি রতন টাটা।১৯৩৯- বাঙালি লেখক, ঔপন্যাসিক রিজিয়া রহমান। ভারতের কোলকাতার ভবানীপুরে এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ষাটের দশক থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে তার বিচরণ। তার প্রকাশিত প্রথম গ্রন্থ অগ্নি স্বাক্ষরা। ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার।১৯৪৪- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী ক্যারি মুলিস।

Advertisement

মৃত্যু১৯৩২- অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় জ্যাক ব্ল্যাকহাম।১৯৬৩- বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপী আখন্দ।১৯৯৮- বাঙালি যাত্রাপালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়।২০১১- বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক রাজিয়া আমিন খান

কেএসকে/জেআইএম