দেশজুড়ে

বাল্যবিয়ে থেকে রিনার রক্ষা : দুইজনের কারাদণ্ড

প্রশাসনের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে রিনা বেগম (১৪) নামে এক কিশোরী। রিনা উপজেলার ভবানীপুর গ্রামের শফিউল্লা মিয়ার মেয়ে। এ ঘটনায় বর ও কনের দুই অভিভাবককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে রিনার সঙ্গে পার্শ্ববর্তী সিমনা এলাকার খোরশেদ মিয়ার ছেলে আবদুল্লার বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন বিয়ে বাড়িতে এসে বিয়ে বন্ধ করে দেয়। এরপর বর ও কনের বাবা খোরশেদ মিয়া ও শফিউল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসি আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

Advertisement