বিশ্বের নিষিক্ত ডিমের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ডলফিনের দৈর্ঘ্য প্রায় তিন ফুট ও ওজন প্রায় ১৫ কেজি।
Advertisement
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নদীর আকবরিয়া এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার ল্যাবরেটরির হিসাব মতে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত নদীটি থেকে মোট ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।
হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জাগো নিউজকে বলেন, সোমবার নদীর আকবরিয়া এলাকা থেকে ভাসতে থাকা একটি ডলফিনের মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। পরে ডলফিনটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল আলম ও নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুলের উপস্থিতিতে নদীর পাশে মাটিচাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ডলফিনটির দেহ প্রায় পচে গেছে। তাই মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
Advertisement
মিজানুর রহমান/এআরএ/এএসএম