আগামী দুই একদিনে তাপমাত্রা বাড়ছে না, মোটামুটি অপরিবর্তিতই থাকছে। আগামী তিনদিনের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Advertisement
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহ আসার অর্থাৎ কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘণ কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
Advertisement
সোমবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরএমএম/এমআরএম/জিকেএস