অর্থনীতি

পতন দিয়ে বছর শুরু ডিএসইর

নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ । একই সঙ্গে দর পতন হয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের উইনিটের। তবে   চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।বাজার পর্যালোচনা করে দেখা গেছে, রোববার ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও পরে নিম্নমুখী ধারায় তা শেষ হয়। দিনশেষে ডিএসইতে প্রধান মুল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৬২৪ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি টাকা কম। ২০১৫ সালের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৩৯ লাখ টাকা।রোববার ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত আছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্ট এবং সিএসই ৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫২২ পয়েন্ট, সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০৯ পয়েন্টে এবং শরীয়া সূচক সিএসআই ২ পয়েন্ট বেড়ে ৯৬৯ পয়েন্ট অবস্থান করছে।সিএসইতে মোট ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার।এসআই/এএইচ/আরআইপি

Advertisement