জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৩ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?উত্তর : লিথিয়াম। ২. প্রশ্ন : সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?উত্তর : রেডন। ৩. প্রশ্ন : পরমাণুর সর্বাপেক্ষা হালকা কোণা কোনটি?উত্তর : ইলেক্ট্রন। ৪. প্রশ্ন : সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?উত্তর : প্ল্যাটিনাম। ৫. প্রশ্ন : ‘উড স্পিরিট’ কী?উত্তর : মিথাইল অ্যালকোহল। ৬. প্রশ্ন : তামার সঙ্গে দস্তা বা জিংক মেশালে কী উৎপন্ন হয়?উত্তর : পিতল। ৭. প্রশ্ন : তামার সঙ্গে টিন মিশালে কী উৎপন্ন হয়?উত্তর : ব্রোঞ্জ। ৮. প্রশ্ন : সাধারণত ব্যাটারিতে কোন ধরনের তরল ব্যবহৃত হয়?উত্তর : সালফিউরিক অ্যাসিড। ৯. প্রশ্ন : ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয়?উত্তর : কার্বন। ১০. প্রশ্ন : ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?উত্তর : ০.১৫-১.৫%। ১১. প্রশ্ন : অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?উত্তর : ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড। ১২. প্রশ্ন : রাজ অম্ল কী কাজে ব্যবহৃত হয়?উত্তর : সোনা গলাতে। ১৩. প্রশ্ন : ভিনেগার কাকে বলে?উত্তর : ৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে। ১৪. প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট কী?উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি। ১৫. প্রশ্ন : বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?উত্তর : ৭৮.০২%। ১৬. প্রশ্ন : বাতাসে অক্সিজেনের পরিমাণ কত?উত্তর : ২০.৬১%। ১৭. প্রশ্ন : হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত? উত্তর : ২টি। ১৮. প্রশ্ন : কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা কত?উত্তর : পরমাণুর প্রোটন সংখ্যা। ১৯. প্রশ্ন : উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি হয়?উত্তর : গ্রাফাইট। ২০. প্রশ্ন : লেখার চক কী দিয়ে তৈরি?উত্তর : ক্যালসিয়াম সালফেট। এসইউ/আরআইপি

Advertisement