দেশজুড়ে

সাথীরা ঘুমিয়ে থেকেও বেঁচে ফিরল, জেগে থেকেও বাঁচতে পারলো না রাকিব

লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ রাকিব (১৬)। সে বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে। সে নারায়ণগঞ্জের একটি হাফেজিয়া মাদরাসায় পড়তো।

Advertisement

ছেলেকে হারিয়ে কান্না করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা শাহজালাল হাওলাদার। তিনি বলেন, ‘রাকিবের সঙ্গে আরও নয়জন একই মাদরাসায় পড়তো। শীতকালীন ছুটিতে তাদের সঙ্গে বরগুনা আসছিল রাকিব। কিন্তু আমার ছেলে বরগুনা তো ঠিকই এলো তবে লাশ হয়ে।’

তিনি আরও বলেন, ‘রাকিবের সঙ্গে থাকা অন্যরা ঘুমিয়ে ছিল, তারপরও তারা জান বাঁচিয়ে ফিরে এসেছে। আমার ছেলে জেগে থেকেও জীবন বাঁচাতে পারলো না।’

‘আগুন লাগার খবর পেয়ে রাকিবের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করি, কিন্তু পারিনি। এরপর আজ দুপুরে পোটকাখালী গণকরবে এসে একের পর এক কফিন দেখতে থাকি। একসময় দেখি আমার বাজানের পোড়া মুখের ছবিটা কফিনে লাগানো। বাজানের গায়ের সবুজ পাঞ্জাবিটাও পুড়ে গেছে। আমি এখন কী নিয়ে বাঁচবো? রাকিবের মাকেও বা কী বলে সান্ত্বনা দেবো। আল্লাহ যেন আর কোনো বাবাকে এরকম পরিস্থিতির মুখোমুখি না করে’ বিলাপ করতে করতে বলেন বাবা শাহজালাল হাওলাদার।

Advertisement

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনের বাড়িই বরগুনায়। ওই ঘটনায় আহত শতাধিক যাত্রী। নিখোঁজ অনেকে।

এসআর/জেআইএম