দেশজুড়ে

রাঙামাটিতে জনসংহতির ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

রাঙামাটি পৌরসভা নির্বাচনে সরকারি দলের প্রার্থীর পক্ষে ব্যাপক অনিয়ম, ভোট জালিয়াতি ও কারচুপির প্রতিবাদে জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে জেলাব্যাপী সড়ক ও নৌপথে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ অবরোধ চলছে। কর্মসূচি চলাকালে এ পর্যন্ত কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংগঠনটির মুখপাত্র কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, ভোর ছয়টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তিনি বলেন, রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট জালিয়াতি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় আজকের এই অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে। অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ সরবরাহ, সংবাদকর্মী ও পৌরসভার আবর্জনা গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।সজীব চাকমা দাবি করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের কেন্দ্র দখল, নজিরবিহীন জাল ভোট, ব্যাপক কারচুপি, অনিয়ম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মীদের উপর হামলা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, প্রশাসন ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের মধ্য দিয়ে রাঙামাটি পৌরসভা নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।এদিকে, অবরোধের কারণে সদরসহ জেলায় সড়ক ও নদীপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোথাও কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। সড়ক ও নদীপথে দূরপাল্লায় কোনোরকম যানবাহন শহর ছেড়ে যায়নি এবং বিভিন্ন উপজেলাসহ বাইরের কোনো যানবাহনও ছেড়ে আসেনি। অবরোধের সমর্থনে শহরের বনরূপা, নিউ মার্কেট, কোর্টবিল্ডিং, রাজবাড়ী, ভেদভেদী, কলেজগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে পিকেটিংয়ে রয়েছেন জনসংহতি সমিতি ও তার সমর্থনপুষ্ট অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বত্র পুলিশ ও বিজিবির টহল জোরদার রয়েছে।      সুশীল প্রসাদ চাকমা/এমজেড/এমএস

Advertisement