বিনোদন

এনটিভিতে আজ আলমগীর-সুবর্ণার অনুরণন

দীর্ঘ দিন পর একসাথে কাজ করলেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর ও ছোট পর্দার নন্দিত অভিনেত্রী সুবণী মুস্তাফা। ‘অনুরণন’ নামে একটি একক নাটকে তারা কবি ও সাহিত্যিক চরিত্রে অভিনয় করে জুটি বেঁধেছেন। নাটকটি আজ রোববার এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে। অয়ন চৌধুরী’র রচনায় ‘অনুরণন’ পরিচালনা করেছেন পৃথুরাজ। এতে আলমগীর-সুবর্ণা ছাড়াও অভিনয় করেছেন খালিদ হাসান রুমী, প্রিয়া আমান প্রমূখ। নাটকের গল্প সম্পর্কে পরিচালক জাগো নিউজকে জানান, ‘দেশ বরেণ্য কথা সাহিত্যিক পারমিতা মিত্র একাকী জীবনযাপন করে চলেছেন। দীর্ঘ সময় ধরে তিনি অপেক্ষা করে আছেন কবি অনুপম আনামের জন্য। কবিও এক মানুষ। দিন কাটে তার নিভৃতে। তিনিও মিস করেন অতীতের প্রেম ও মনের মানুষটিকে। সামাজিক দায়বদ্ধতা ও সময়ের পরিক্রমায় তাদের দু’জনের দেখা হয়না বহু বছর কিন্তু আজও একে অপরের প্রতি ভালবাসার ঘাটতি নেই এতটুকু। তাদের দীর্ঘ অপেক্ষার একমাত্র যোগসূত্র ছিল একটি চিঠি। তাই বৃষ্টিস্নাত দিনে হঠাৎ পারমিতার বাড়িতে এসে হাজির হয় অনুপম। একে অপরের সাক্ষাতে তৈরি হয় এক অনুরণন।প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে আলমগীর ও সুবর্ণা মুস্তাফা প্রয়াত হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন। সেখানে প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদীও একটি চরিত্রে অভিনয় করেছেন।এলএ

Advertisement