ঝন্টু তার ছোটবেলার বন্ধু মন্টুর সঙ্গে আলাপ করছিল। ঝন্টু বললো—ঝন্টু: আচ্ছা বলতো, নারী যদি শক্তির প্রতীক হয়। তাহলে পুরুষ কীসের প্রতীক?মন্টু: সহ্যশক্তি!ঝন্টু: কীভাবে?মন্টু: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।
Advertisement
****
ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।স্যার: সে কী, কেন?ছাত্র: আরে, ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?
****
Advertisement
চিকিৎসায় ‘প্লাস’ চিহ্ন ব্যবহার হয় যে কারণেদীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন—রোগী: আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ কেন বেছে নিলেন?ডাক্তার: দেখুন, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় ‘প্লাস’ই থাকে না কি?
কেএসকে/এমএস