করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আটজন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৬৩ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের।
Advertisement
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষায় আটজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৮ শতাংশ। আবার শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন করে মোট আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
মিজানুর রহমান/ইএ/এমএস