ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার হচ্ছেন আরিফ মোহম্মদ। আগামী ১০ জানুয়ারি নতুন এই দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে তার। বর্তমানে তিনি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত রয়েছেন। আগরতলায় যোগদান করলে এ নিয়ে সহকারী হাইকমিশনার হিসেবে আগরতলায় তার দ্বিতীয় পোস্টিং হবে।
Advertisement
এদিকে বিদায়ী সহকারী হাইকমিশনার মো. জোবায়েদ হোসেন পদোন্নতি নিয়ে ঢাকায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন। জোবায়েদ হোসেন ২০২০ সালের ২২ অক্টোবর আগরতলায় সহকারী হাইকমিশনার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে আগরতলায় যোগদানের আগে বিদেশের মাটিতে অন্য দুটি বাংলাদেশ মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।
২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে তৃতীয় সচিব, দ্বিতীয় সচিব এবং প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জোবায়েদ হোসেন। এছাড়াও ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং পররাষ্ট্র সচিবের অফিসেও দায়িত্ব পালন করেন। ২০১১ সালেই তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (ফরেন অ্যাফেয়ার্স) যোগদান করেন।
বিদায়ী সহকারী হাইকমিশনার মো. জোবয়েদ হোসেন গত ২২ ডিসেম্বর তার দায়িত্ব হস্তান্তর করেন এবং রাজ্য ত্যাগ করেন।
Advertisement
কেএসআর/এএসএম