দেশজুড়ে

চিরঘুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শিশু তাইফা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশু তাইফা আফরিনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Advertisement

এর আগে সন্ধ্যা ৭টায় বরগুনা সদরের ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে শিশু তাইফার।

তাইফা রোডপাড়া এলাকার বশির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিকের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এ দুর্ঘটনায় তার বাবাও গুরুতর দগ্ধ হয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ক্যানসারে ভুগছিলেন তাইফার নানা আলী শিকদার। তাকে চিকিৎসক দেখাতে বাবা বশির উদ্দিনের সঙ্গে ঢাকায় যায় তাইফা। চিকিৎসকের পরামর্শ নিয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদরঘাট থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে চড়েন তারা। এরপর লঞ্চটি মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তাইফার নানা জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তাইফা ও তার বাবা ডেকে আটকে পড়ে অগ্নিদগ্ধ হন।

Advertisement

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাইফা না ফেরার দেশে চলে যায়। নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই তার নানা আলী শিকদার নিখোঁজ।

তাইফার স্বজনরা জানান, তাইফার বাবাকেও বাড়িতে আনা হয়েছে। তিনি দগ্ধ হওয়ায় অসুস্থ। তাইফার মাও শোকে অসুস্থ হয়ে পড়েছেন।

এসআর/এএসএম

Advertisement