ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয় তাদের।
Advertisement
যাদের আইসিইউতে নেওয়া হয়েছে তারা হলেন মারুফা (৪৮) ও শাহিনুর বেগম (৪৫)। এদের মধ্যে মারুফার শরীরের ১৫ ভাগ ও শাহিনুরের ২৫ ভাগ পুড়ে গেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারুফা ও শাহিনুরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এদিকে রাত নয়টার পর বঙ্কিম মজুমদার (৬০) ও মনিকা রানী (৪৫) নামে দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এছাড়া সাড়ে নয়টার দিকে খাদিজা আক্তার (২৭), হাবিবুর খান (৪৫) ও রাসেল (৩৮) নামের আরও তিনজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ১৩ জনকে ঢাকায় আনা হলো।
Advertisement
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৪০ জন।
আরএসএম/কেএসআর/এএসএম