রাজনীতি

করোনায় আক্রান্ত বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে তিনি সর্দি-কাশিতে ভুগছিলেন। তার শরীরেও করোনার কিছু উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। এতে তার রিপোর্ট পজেটিভ আসে।

Advertisement

শুক্রবার (২৪ ডিসেম্বর) বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমর শরীফ মো. ইমরান সানিয়াত বলেন, ‘বৃহস্পতিবার বাবার করোনা পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকাতেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। করোনা পজেটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

Advertisement

কেএইচ/এএএইচ/এমএস