ধর্ম

নামাজের পর যে দোয়া পড়তে সাহাবিদেরও তাগিদ দিয়েছেন নবিজী (সা.)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বিভিন্ন উদ্দেশ্যে সময়ভেদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। হাদিসে পাকে এমন অনেক দোয়া রয়েছে কিন্তু একজন সাহাবিকে বিশেষ তাগিদ দিয়ে এ মর্মে ঘোষণা করেন- ‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না’। প্রিয় নবির ঘোষিত দোয়াটি কী?

Advertisement

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় সাহাবি হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে একাধিকবার শপথ করে জিকির, শোকর ও ইবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন। দোয়া ও হাদিসটি হলো-

হজরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে বললেন-

‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি; আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বললেন, হে মুয়াজ! আমি তোমাকে অসিয়ত করছি- ‘তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না। তাহলো-

Advertisement

للَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা’

অর্থ : ‘হে আল্লাহ! আপনার (জিকিরে) স্মরণে, আপনার কৃতজ্ঞতা (শুকরিয়া) প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন।’

এরপর হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আস-সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহিকে এবং আস-সুনাবিহিও হজরত আবদুর রহমানকে এরূপ দোয়া করারঅসিয়ত করেন।’ (নাসাঈ, মুসতাদরাকে হাকেম, মুসনাদে আহামদ)

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর হাদিসে উল্লেখিত এ দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দিন। আল্লাহর জিকির, কৃতজ্ঞতা ও ইবাদত বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস