কৃষি ও প্রকৃতি

লবণ সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন

দেশে প্রথমবারের মতো লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এর ফলে লবণাক্ত ও জলমগ্ন সহিষ্ণু ধান গবেষণায় নতুন দিগন্তের সূচনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ময়মনসিংহে বিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিনার কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের জীবন রহস্য উন্মোচন করার মাধ্যমে দেশে ধান গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।

গবেষকরা জানান, জিনোম সিকোয়েন্স করার কারণে ধানের জাত নিয়ে উন্নত গবেষণা করার সুযোগ তৈরি হয়েছে।

Advertisement

এসময় গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম উপস্থিত ছিলেন।

এনএইচ/এআরএ/জিকেএস