জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নতুন সভাপতি মাওলানা জিয়াউদ্দিন এবং মহাসচিব হয়েছেন মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
Advertisement
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সহ-সভাপতি ওবাইদুল্লাহ ফারুক। ২০১ সদস্যের জাতীয় কমিটির এবারের কাউন্সিলে ১৮৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাসউদুল করিম, তাফাজ্জুল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমী, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সদস্য মাওলানা বদরুল ইসলাম, আব্দুল মতিন ও মুখলেসুর রহমান।
Advertisement
জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা, উপজেলার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরএসএম/এমকেআর/জিকেএস