সুপারস্টার ওয়েন রুনির দুর্দান্ত এক ব্যাকহিল শট। জড়িয়ে গেলো সোয়ানসি সিটির জালে। তাতেই অবশেষে ভাগ্যের সিকে ছিঁড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা জয়ের মুখ না দেখা দলটি অবশেষে ৮ ম্যাচ পর এসে জয়ের দেখা পেলো। সোয়ানসি সিটিকে তারা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।সোয়ানসি সিটির জালে এই গোল দিয়ে দলের জয় যেমন নিশ্চিত করলেন, তেমনি কোচ লুই ফনগালের ওপর থেকেও যেন কয়েক মণ ওজনের জগদ্দল পাথর সরে গেলো। একই সঙ্গে গত অক্টোরব থেকে গোল না পাওয়া রুনিও পেলেন গোলের দেখা। ফলে এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারা হয়ে গেলো ম্যানইউ এবং রুনির।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন রুনি। আর একটি গোল করতে পারলেই অ্যালান শিয়েরারকে ছুঁয়ে ফেলবেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮৮টি গোল করেন রুনি। খেলার ৪৭তম মিনিটে অ্যান্টোনি মার্শালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। লিগে এ নিয়ে অষ্টম গোল করলেন মার্শাল। এরপর ৭০ মিনিটে জিলপি সিগার্ডসনের গোলে সমতায় ফেরে সোয়ানসি। ওই সময় রেড ডেভিলদের শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে, টানা ৯ম ম্যাচ জয় বঞ্চিত থাকতে চলেছে ম্যানইউ। ৭৭ মিনিটে গিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রুনি। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে ম্যানইউ। আইএইচএস/জেডএইচ
Advertisement