চলছে সাংবাদিকদের ক্রিকেট উৎসব। প্রাণ-ফ্রুটোর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ )’র আয়োজনে ‘প্রাণ ফ্রুটো–বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে ইলেক্ট্রনিক মিডিয়া হাউজগুলো। দ্বিতীয় দিনও অনুষ্ঠিত হয়েছে আটটি খেলা। জিতেছে যমুনা টেলিভিশন, সময় টিভি, এটিএন নিউজ, এসএ টিভি, বাংলা ভিশন, বণিকবার্তা, বৈশাখী টেলিভিশন ও ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’।শনিবার মওলনা ভাসানী হকি স্টেডিয়ামে যমুনা টেলিভিশন (৫২/২) ৩ উইকেটে দৈনিক যুগান্তর(৫০/৩)’কে হারিয়েছে। বিজয়ী দলের নাজমুল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। সময় টেলিভিশন (৪৮/০) ৫ উইকেটে দ্য নিউ এইজ (৪৬/৪) পত্রিকাকে হারায়। সময় টেলিভিশনের শরীফ ম্যাচ সেরা পারফরমার নির্বাচিত হন। এটিএন নিউজ (৮৪/১) ৪ উইকেটে দৈনিক নয়াদিগন্ত (৮০/১),এসএ টিভি (৪৫/২) ৩ উইকেটে দৈনিক সকালের খবর (৪২/৫), বাংলাভিশন (৬৮/১) ৪ উইকেটে বিডিনিউজ টুয়েন্টি ফোরডটকম (৬৫/২)’কে হারায়। বিজয়ী এটিএন নিউজের পাপ্পু এসএ টিভি’র আনোয়ার এবং বাংলাভিশনের মাহফুজ ম্যাচ সেরা পারফরমার নির্বাচিত হন। দিনের শেষ তিন ম্যাচে দৈনিক বণিকবার্তা (৯৩/১) ১৫ রানে এনটিভি (৭৮/৩), বৈশাখী টেলিভিশন (৯৩/১) ৪ উইকেটে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম (৯২/১), দ্য ইন্ডিপেন্ডেন্ট (১০১/৩) ৮ রানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন (৯৩/২)’কে হারায়। ম্যাচের সেরা পারফরমারের পুরস্কার পান বণিক বার্তার মুকুল, বৈশাখী টেলিভিশনের রাশেদ এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট’র পাভেল। ম্যাচের বিজয়ী দল ও সেরা পারফরমারদের হাতে পুরস্কার তুলে দেন বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী ও বিসিবি’র পরিচালক হানিফ ভূঁইয়া। এছাড়া পুরস্কার বিতরণী কার্যক্রমে অংশ নেন স্পন্সর প্রাণ-আরএফএলের হেড অফ মিডিয়া সুজন মাহমুদ, বিএসজেএ‘র পক্ষে সভাপতি এটিএম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনী, অর্থ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আরিফুর রহমান বাবু, বিএসজেএ’র নির্বাহী কমিটির সদস্য সাঈদ মোহাম্মদ পিথু ও এস.এম সুমন উপস্থিত ছিলেন। রোববারের খেলা: সমকাল বনাম যমুনা টিভি সকাল ৯:৩০ মি.মাছরাঙ্গা বনাম সময় টিভি সকাল ৯: ৩০ মি.দ্য ডেইলি স্টার বনাম এটিএন নিউজ সকাল ১০: ৩০মি.ঢাকা ট্রিবিউন বনাম এসএ টিভি সকাল ১০: ৩০মি.কালেরকন্ঠ বনাম ইনডিপেনডেন্ট টিভি সকাল ১১.৩০মি.জিটিভি বনাম বাংলাভিশন সকাল ১১.৩০মি.চ্যানেল আই বনাম এনটিভি বেলা ১২:৩০ মি. রেডিও টুডে বনাম বৈশাখী টিভি বেলা ১২:৩০ মি.আইএইচএস/জেডএইচ
Advertisement