সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীরের আদালতে মামলার আবেদন করা হয়েছে।
Advertisement
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন মামলাটির আবেদন করেন।
আবেদনে বাদী অভিযোগ করেছেন, গত ১ ডিসেম্বর এক সাক্ষাতকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলক জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে ১ নম্বর আসামি ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোল্লা হাসান শরীফ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশের জন্য রেখে দেন।
Advertisement
মো. সোহান মাহমুদ/আরএইচ/এএসএম