স্বাস্থ্য

শিশু হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া রোগী

সারা দেশের ন্যায় রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এতে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা।

Advertisement

গত দুইদিনে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২০ জন শিশু।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এক রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

রিপোর্টে জানা যায়, গত ১৪ দিনে (৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত) নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ শিশু। এর আগে ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ জন শিশু ভর্তি হয়েছিল। আর ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হয়েছে ৩৮ জন শিশু।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ বলেন, শীতের তীব্রতা বাড়লে শ্বাসজনিত সমস্যা বাড়ে। কুয়াশা ও ধুলাবালির কারণে এই সমস্যা বৃদ্ধি পায়। আমাদের বহির্বিভাগে যারা চিকিৎসার জন্য আসছে তার ৩০-৪০ শতাংশই ঠান্ডাজনিত সমস্যা। তার মধ্যে, নিউমোনিয়া, সাধারণ সর্দি-কাশি, ব্রংকাইটিস এবং ডায়রিয়ার রোগী রয়েছে। গত এক সপ্তাহে বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা।

যদি জ্বর ও সর্দি হয় তাহলে প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে যেতে হবে। আর শ্বাসকষ্ট বা অসুস্থতা বাড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ডা. সফি আহমেদ।

তিনি বলেন, ঠান্ডাজনিত সমস্যার মধ্যে ১০-১২ শতাংশ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। এরমধ্যে ব্রংকাইটিস ও অ্যাজমাও আছে।

ঠান্ডাজনিত রোগ থেকে প্রতিকারের বিষয়ে জানতে চাইলে ডা. সফি আহমেদ বলেন, এসময় শিশুদের যত্ন নিতে হবে ভালোভাবে। তাদের ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা নিতে হবে। গরম খাবার পরিবেশন করতে হবে শিশুদের। আর যদি শ্বাসকষ্ট বাড়ে তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে।

Advertisement

এএএম/জেডএইচ/জেআইএম