করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ইসরায়েল সরকার টিকার চার ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সুতরাং ইসরায়েলই হবে প্রথম দেশ যারা করোনা টিকার তৃতীয় ডোজের পর আরও এক ডোজ দিতে যাচ্ছে। ওমিক্রন ঠেকাতে এ প্রস্তুতি নিচ্ছে দেশটি। খবর বিবিসির।
Advertisement
ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, এটি একটি চমৎকার খবর, এটি ওমিক্রন ঠেকাতে সহায়তা করবে। তিনি এটি চালু হওয়ার পর মানুষকে টিকার ডোজ সম্পন্ন করারও আহ্বান জানান।
স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত হওয়ার পর নাফতালি বেনেট সরকারের এমন সিদ্ধান্তের কথা জানা গেলো। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অন্তত ৩৪০ জন।
Advertisement
চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, তারা মনে করছেন, টিকার তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর চতুর্থ ডোজ নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্ত বলছে, ইসরায়েলে মহামারি শুরু হওয়ার পর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৮ হাজার দুইশ জনের। দেশটির ৯৩ লাখ জনসংখ্যার মাত্র ৬৩ শতাংশ টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। গত নভেম্বরে ইসরায়েল পাঁচ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল।
এদিকে, ওমিক্রন ছড়ানোর শঙ্কায় যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও কানাডা থেকে ইসরায়েল ভ্রমণে সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
এসএনআর/এমএস
Advertisement