অর্থনীতি

১৪ দিনে আইপিও অনুমোদন!

কাগজপত্র ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যেই আইপিও অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত-উল-ইসলাম।

Advertisement

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ডিএসইর নিকুঞ্জ ভবনে শিল্পগোষ্ঠীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা ব্যবসায়ীদের ব্যবসাকে আরও সফল করতে সুষ্ঠু অর্থনীতির আয়োজন করি। প্রতিটি কমিশন সভায় কাউকে না কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আমরা ফৌজদারি মামলা করেছি যা প্রথম কোনো ঘটনা। তবে পুঁজিবাজারেও যে দুষ্টু লোক নেই বিষয়টা এমন না। সেখানে শতকরা পাঁচজন দুষ্টু লোক আছে কিন্তু দুষ্টুদের জন্য আইনের ব্যত্যয় হবে না। হঠাৎ ক্যাপিটাল বেড়ে যায় এটা হবে না। আমরা ভালো মানুষের জন্য কাজ করছি।

তিনি বলেন, পুঁজিবাজার হলো দীর্ঘমেয়াদি আর স্বল্পমেয়াদি হলো ব্যাংক। আমাদের দেশের যেসব কোম্পানি পুঁজিবাজারে এসেছে তারাই সফলতায় ফিরেছে, সাকসেস হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে আরও অনেক বড় ও ভালো কোম্পানি পুঁজিবাজারে আসবে। আমি বড় কর্পোরেট কোম্পানিকে তাদের সফল ব্যবসার জন্য পুঁজিবাজারে আসতে বলবো। তবে আমরা আবার বিনিয়োগকারীর দিকেও দেখি, তারা গ্রাম থেকে হাঁস-মুরগি বিক্রি করে টাকা বিনিয়োগ করে লাভের আশায়।

Advertisement

ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ, ব্যবসায়ী ও উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, র‌্যাংগস গ্রুপের রুমানা রউফ চৌধুরী, ব্যবসায়ী সবর খান, এ এস এম মাইনুল, বিএসইসি পরিচালক সাইফুর রহমান, রেজাউল করিম, মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএআর/এআরএ