আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ ডিসেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বিশ্ব করোনায় মৃত্যু ৬২৪০, শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এর প্রভাবে বিশ্বে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। এ সময়ে মৃ্ত্যু হয়েছে ৬ হাজার ২৪০ জনের। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সর্বোচ্চ এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৪২ হাজার ৯৭ জন।

ফিলিপাইনে সুপার টাইফুনে মৃত্যু বেড়ে ৩৭৫

Advertisement

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচশজন। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৬ জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ।

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। গত সপ্তাহে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) জানান, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের গুরুতর অবস্থার কারণে মৃত্যুর সংখ্যা ‘এখনো দুর্ভাগ্যবশত অসম্পূর্ণ’।

ভারতে ২০০ জনের ওমিক্রন শনাক্ত

Advertisement

ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দুইশ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। সবচেয়ে বেশি ওমিক্রন ধরনের সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র ও দিল্লিতে এবং আক্রান্ত হয়েছেন ৫৪ জন করে। এরপর রয়েছে তেলেঙ্গানা রাজ্যে ২০ জন, কর্ণাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪ জন।

করোনায় ইরানের শীর্ষ কূটনীতিকের মৃত্যু

ইয়েমেনে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিক হাসান ইরলু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গছে, ইয়েমেনে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসার কয়েকদিন পরই তার মৃত্যু হলো। ৬৩ বছর বয়সী ইরলুকে গত বছর হুথি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় ইরান।

এরদোয়ানের প্রতিশ্রুতির পর দাম বাড়লো লিরার

কয়েকমাস ধরেই তুরস্কে মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। এতে দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক অস্থিতিশীলতা। ভোগ্য পণ্যর দামও বেড়েছে আকাশচুম্বী। সম্প্রতি দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাংকে গচ্ছিত আমানত নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার আমানত রক্ষায় বেশ কিছু প্রতিশ্রুতি দেন। এর পরই ঘুরে দাঁড়াতে শুরু করেছে লিরার দাম। এর আগে মার্কিন ডলারের বিপরীতে লিরার ব্যাপক দরপতন হয়।

দুই দশক পর বাজেট ঘোষণার পথে তালেবান, ঘাটতি ‘অপূরণীয়’

দুই দশক পর আফগানিস্তানে নতুন বাজেট ঘোষণা করতে চলেছে তালেবান সরকার। তাদের দাবি, এটি হবে পুরোপুরি বিদেশি সাহায্যশূন্য। তবে বিশ্লেষকরা বলছেন, আফগান সরকার যে পরিমাণ অর্থ নিয়ে বাজেট করছে, তা দিয়ে গোটা বছর চলা কোনোভাবেই সম্ভব হবে না। অর্থাৎ, এতে ‘অপূরণীয়’ ঘাটতি থেকে যাবে।

গত আগস্টে তালেবান আফগানিস্তানের পশ্চিমাসমর্থিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক দাতারা দেশটিতে সব ধরনের অর্থসহায়তা বন্ধ করে দেয়। পাশাপাশি, বিদেশে আফগান সরকারের শত শত কোটি ডলারের সম্পদ স্থগিত করে পশ্চিমা দেশগুলো।

বিচ্ছেদ মামলায় ৫৬৮০ কোটি টাকা পাচ্ছেন দুবাই শাসকের স্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সঙ্গে প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনের বিয়েবিচ্ছেদের মামলার রায় ঘোষণা করেছেন ব্রিটিশ হাইকোর্ট। রায়ে সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের জন্য আমিরাতি প্রধানমন্ত্রীকে ৫০ কোটি পাউন্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৬৮০ কোটির টাকার বেশি। যুক্তরাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিচ্ছেদ মামলা বলে উল্লেখ করেছে বিবিসি।

করোনা মোকাবিলায় আরও ৬০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও প্রায় ৬০ কোটি মার্কিন ডলার দেওয়া ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাতটি সংস্থায় দেশটির সহায়তার পরিমাণ দাঁড়ালো প্রায় দুই হাজার কোটি ডলারে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়েছে দেশে দেশে। তাই এটিকে মোকাবিলায় ও মহামারি শেষ করতে আমাদের সবার চেষ্টাকে আরও ত্বরান্বিত করতে হবে। আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ না পর্যন্ত সবাই নিরাপদ হবো।

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার অনুমোদন দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নাগরিক ও বাসিন্দাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার অনুমোদন দিলো ইসরায়েলের আইনপ্রণেতারা। অর্থাৎ ইসরায়েলি কোনো নাগরিক ও বাসিন্দা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। একই সঙ্গে আরও ৫০টির বেশি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল।

এমএসএম/এএসএম