শরীরে সুগন্ধি লাগাতে পছন্দ করেন সবাই। বিভিন্ন ধরনের ফুলের নির্যাস থেকে তৈরি এসব সুগন্ধি শরীরের দুর্গন্ধ দূর করে। আপনাকে রাখবে ফুরফুরে মেজাজে। নিজেকে সুরভিত রাখার ইচ্ছে হাজার বছরের পুরোনো।
Advertisement
ইতিহাসের পাতায় সঠিক দিনক্ষণ না থাকলেও প্রমাণ পাওয়া যায় মিশরীয়রা বিভিন্ন সুগন্ধী ও উদ্ভিদের নির্যাস তেল কিংবা চর্বিতে মাখিয়ে এক ধরনের মলম তৈরি করত। বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় এই মলম তারা গায়ে মাখত। এছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সুগন্ধ তৈরি হতো সুগন্ধী লতা ও গুল্ম পুড়িয়ে।
প্রাচীন পারস্যে সুগন্ধির ব্যবহার ছিল আভিজাত্য ও মর্যাদার প্রতীক। প্রাচীন গ্রিসে সুগন্ধির ব্যবহার শুরু করেন বিশ্বজয়ী বীর আলেকজান্ডার। শুধু অভিজাত পরিবারের সদস্যরাই নন, ধীরে ধীরে সুগন্ধি ব্যবহার হয় সব মহলেই। তবে সুগন্ধি ব্যবহার করে নয়, বরং তার শরীর থেকেই ফুলের সুঘ্রাণ বের হয়।
ভিয়েতনামী সেই নারীর নাম ড্যাং থি তুওই। একদিন কাজ থেকে ফিরে গোসল করেন। এরপর হাত-পা পরিষ্কারের জন্য যত ঘষতে থাকেন ততই তীব্র এক সুঘ্রাণ পেতে থাকেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন আশপাশ থেকে নয় বরং তার শরীর থেকেই বের হচ্ছে গন্ধটি।
Advertisement
দিনের বেলায় তিনি হাত ঘষলেই এই সুগন্ধ পাওয়া যায়। রাতের বেলায় তার কয়েক মিটার দূরে বসে থাকলে এই গন্ধ এমনিতেই পাবেন যে কেউ।
ডাং থি তুওই দাবি করেছেন যে তার শরীরের কিছু অংশ অন্যদের তুলনায় বেশি সুগন্ধযুক্ত এবং দিনের তুলনায় রাতে গন্ধ বেশি। তবে তার মাসিক চক্রের সময়, এই ঘ্রাণের তীব্রতা প্রায় ১০ শতাংশে কমে যায়। তবে এটি সবচেয়ে তীব্র হয় যখন আকাশে পূর্ণিমা থাকে। চন্দ্র ক্যালেন্ডারের প্রথম দিনেও তীব্র সুঘ্রাণ বের হয় ডাং থি তুওইর শরীর থেকে।
অনেকেই আসেন ডাং থি তুওইর সঙ্গে দেখা করতে। সুঘ্রাণের পরোখ করেন কৌতূহল মেটাতে। কিয়েন গিয়াং প্রদেশের আরেক নারী ডাং দাবি করেন, ডাং থি তুওইয়ের মতোই, তার শরীর ঘষলে তীব্র ও মনোরম সুগন্ধ বের হয়।
তিনি দীর্ঘদিন ধরে তার বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানেন, কারণ তিনি যতবার তার ত্বকে তার হাত ঘষেন, তিনি একটি তীব্র সুগন্ধ অনুভব করেন। তবে তিনি এটি সম্পর্কে কাউকে বলেননি।
Advertisement
একটি ইউটিউব চ্যানেলে ডাং থি তুওইর ভিডিও দেখার পর নিজের ব্যাপারে অন্যদের জানান তিনি।
উল্লেখ্য, ডাং থি তুওইয়ের ভিডিওটি ১.৭ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
সূত্র: অডিটি সেন্ট্রাল
কেএসকে/এমএস