দেশজুড়ে

ঋণ খেলাপির জামিনদার হয়ে মনোনয়ন হারালেন নৌকার এমপি প্রার্থী

অন্যের ঋণের জামিনদার হওয়ায় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Advertisement

সোমবার সন্ধ্যায় রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ছাড়াও আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আগামী ১৬ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র যাচাই-বছাইয়ের দিন। এতে ঋণ খেলাপির জামিনদার হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ, দলের নিবন্ধন না থাকায় বৈরাবরি পার্টির সৈয়দ আলমগীর হোসেন এবং মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না হওয়ায় জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

বৈধ প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনিত জহিরুল ইসলাম জহির, ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী।

Advertisement

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খান আহমেদ শুভ বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি আপিল করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু বলেন, দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আমরা হতাশ।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সখিপুর-বাসাইল আসনের এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, শুভ অন্য একজনের ঋণের জামিনদার ছিলেন বলে তিনি জেনেছেন। এটি শুভর ভুল নয়, প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।

Advertisement

এস এম এরশাদ/এফএ/জেআইএম