সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল এ সপ্তাহেই প্রকাশ করা হবে। ইত্যেমধ্যে এ ফল চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সূত্র জানায়, ১ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সিলেটের একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে আসায় বিলম্ব হচ্ছে।জানা গেছে, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এরপর গত ১৬ ও ৩০ অক্টোবর ৩৯ জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল ২২ নভেম্বর প্রকাশ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেয়া হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ জানান, চূড়ান্ত ফল প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহের যেকোনো দিন তা প্রকাশ করা হবে।তবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, এ সপ্তাহেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (নিয়োগ) এ কে এম সাফাতে আলম জানান, সব জেলার ফল তাদের হাতে পৌঁছেছে। এএইচ/পিআর
Advertisement