দেশজুড়ে

রামেকের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে দুজন মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

Advertisement

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে যে তিনজন মারা গেছেন তারা সকলেই পাবনা জেলার বাসিন্দা। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন দুজন। হাসপাতাল ছেড়েছেন তিনজন।

মোট রোগী ভর্তি রয়েছেন ১৯ জন। এরমধ্যে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১৫ জন, করোনা পজিটিভ রোগী দুজন এবং করোনা নেগেটিভ রোগীর সংখ্যা দুজন।

Advertisement

করোনা পরীক্ষার বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে কোনো টেস্ট হয়নি। তবে মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিনে ২০৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফএ/জিকেএস

Advertisement