আন্তর্জাতিক

তৃণমূলের দখলেই কলকাতা

জ্যোতির্ময় দত্ত, পশ্চিমবঙ্গ সংবাদদাতা

Advertisement

কলকাতায় জয়ের ধারা বজায় রাখলো তৃণমূল কংগ্রেস। দুপুর ১২টা পর্যন্ত গণনায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩২টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। কার্যত বিরোধী দলশূন্য এই ভোট সম্পূর্ণ তৃণমূলের পক্ষেই গেলো।

ভোটের ফলাফল এখনো সম্পূর্ণ নয়। তবে গণনার যে ধারা, তাতে কলকাতায় তৃণমূলের জয় নিশ্চিত।

অন্যদিকে ভোটের ফলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপিসহ অন্যরা।

Advertisement

দুপুর ১২টা পর্যন্ত সবশেষ ফলাফলে তৃণমূল কংগ্রেসের ১৩২টির বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ৫টি ওয়ার্ডে। এছাড়া বামফ্রন্ট ২, কংগ্রেস ২ এবং অন্যরা এগিয়ে রয়েছে ৩টিতে।

এমন ফল সামনে আসার পর বিজেপিসহ বিরোধীরা অভিযোগ করেছে, ভোট লুট করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে।

তবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নাচতে না জানলে উঠান বাঁকা। মানুষ বিরোধীদের ভোট দেয়নি।

এমএইচআর/জিকেএস

Advertisement