গুগল নারী নাকি পুরুষ?তথ্যপ্রযুক্তি বিষয়ক চাকরির ইন্টারভিউ চলছে। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন প্রার্থীকে—প্রশ্নকর্তা: গুগল কি পুরুষ না নারী?প্রার্থী: নারী।প্রশ্নকর্তা: কারণ?প্রার্থী: সে কোউকে কোনো বাক্য শেষ করতে দেয় না। তার আগেই সাজেশন দিয়ে বসে গোটা দশেক।
Advertisement
****
মেঘনা নদী কোথায় প্রবাহিত?পড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক—শিক্ষক: বল, মেঘনা নদী কোথায় প্রবাহিত?ছাত্র: জমিনের ওপর প্রবাহিত, স্যার?শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, মেঘনার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?ছাত্র: স্যার, আপনার মানচিত্র তো কাগজের তৈরি। পানি লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!
****
Advertisement
বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।
কেএসকে/জিকেএস