রাজনীতি

কার্যালয়ে হামলায় শাসকদল জড়িত : রিজভী

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় শাসকদল জড়িত। শনিবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।হঠাৎ করে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনাকে উস্কানিমূলক দাবি করে তিনি বলেন, এসব ঘটনায় শাসকদল জড়িত। পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতির কারণে জনতার ধিক্কার ও ৫ জানুয়ারি বিএনপির সমাবেশ বানচাল করতে এ হামলা করা হয়েছে।সরকারি মদদে ‘আসল বিএনপি’ নামধারী উচ্ছিষ্ট, পরজীবী ও টোকাইদের দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী।তিনি বলেন,  ‘৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচন ও সদ্য অনুষ্ঠিত কারচুপির পৌর নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই সরকারি মদদে পুলিশি প্রটেকশনে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনা শুধু অনভিপ্রেতই নয়, সরকারি নীল নকশার অংশ।’সংবাদ সম্মেলনে রিজভী জানান, ‘সরকারি মদদে এ হামলায় সাংবাদিকসহ ছাত্রদল ও যুবদলের ১৫ জন আহত হয়েছেন।’সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।উল্লেখ্য, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয় দখলে নিতে যায় আসল বিএনপি দাবিদার কামরুল হাসান নাসিমের লোকজন। কিন্তু  বিএনপি কার্যালয়ে আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।এমএম/এএইচ/পিআর

Advertisement