বিনোদন

নাটোরে চলছে চলন নাটুয়ার নাট্যোৎসব

‘মৃত্তিকা ঘনিষ্ট মানুষ চাই’ স্লোগানে নাটোরের লালপুর উপজেলায় গেল শুক্রবার রাত থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাট্যোৎসব। উপজেলার ধুপইল শহীদ মিনার চত্বরে এটির আয়োজন করেছে ‘চলন নাটুয়া’ নাট্যগোষ্ঠি। উৎসবের অংশ হিসেবে প্রথম দিনে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় ধীরাজ সুর চৌধুরীকে। তাকে সম্মাননা তুলে দেন নাটোরের নাট্য ব্যক্তিত্ব অলোক কুমার মৈত্র। এসময় সিনিয়র সাংবাদিক রনেন রায়, নাট্য নির্দেশক আব্দুল মমিনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। সুস্থ ধারার ঐতিহ্য ও সংস্কৃতিকে ফিরিয়ে আনতে দুই দিনব্যাপী নাট্যৎসবের প্রথম দিনে আব্দুল মমিনের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’। এসময় বিপুল সংখ্যাক দর্শক নাটকটি উপভোগ করেন। অপরদিকে উৎসবের দ্বিতীয় দিন শনিবার রাতে মঞ্চস্থ হবে নাটক ‘সোনার মেডেল’। পাশাপাশি পাবনা থিয়েটারের আসাদুজ্জামান দুলালকে সম্মানা প্রদান করবে নাট্যোৎসব কর্তৃপক্ষ।রেজা/এলএ

Advertisement