দেশজুড়ে

২৬ মার্চের মধ্যে পরিচয়পত্র পাবেন বীর মুক্তিযোদ্ধারা

বীর মুক্তিযোদ্ধারা দেশের যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

Advertisement

তিনি বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র প্রদান করা হবে। সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা উন্নীত করে ২০ হাজার টাকা করেছে। আমরা চাই মুক্তিযোদ্ধারা একটা সম্মানজনক জীবনযাপন যেন করতে পারে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসতঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যত মানুষ গৃহহীন আছে প্রত্যেককে বাড়িঘর দেওয়া হবে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক।

এসময় অন্যদের মধ্যে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু প্রমুখ বক্তব্য রাখেন।

এসআর/এমএস

Advertisement