বিনোদন

কলিজার গ্রামে শীতবস্ত্র বিতরণ করলেন নায়ক সাইমন

‘নিজেকে ভালোবাসলেই, দেশকে ভালোবাসা যায়’ স্লোগানে ১ ডিসেম্বরে যাত্রা শুরু করে ‘কলিজার গ্রাম’। এটি চিত্রনায়ক সাইমন সাদিকের একটি স্বপ্নের উদ্যোগ। যেখানে তিনি নিজের জন্মভিটা গ্রামকে মনের মতো করে সাজাতে চান একটি আদর্শ গ্রাম হিসেবে।

Advertisement

আপাতত এর প্রাথমিক কার্যক্রম চলছে। যার ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর উপলক্ষে বেশকিছু কর্মসূচি পালিত হয়েছে। সেখানে ছিল শিশুদের নিয়ে নানা রকম খেলা। বড়রাও অংশ নিয়েছেন ঐতিহ্যবাহী সব খেলাধুলায়।

তার ফাঁকে সাইমন ‘কলিজার গ্রাম’র পক্ষ থেকে প্রায় ৩০০ দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন।

সেখানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাইমনের বাবা সাদেকুর রহমানসহ আরও অনেকে।

Advertisement

এ ব্যাপারে সাইমন বলেন, ‘আমরা একটি আদর্শ, সুখী সমৃদ্ধ গ্রাম হিসেবে দেখতে চাই আমাদের প্রিয় জন্মভিটাকে। সবাইকে নিয়ে আমি বেশকিছু স্বপ্ন লালন করে ‘কলিজার গ্রাম’ উদ্যোগটি নিয়েছি। স্বপ্ন আসলে এ গ্রামের সবাই। আমরা সবাই মিলেই চেষ্টা করবো একে অপরের পাশে থাকতে।

সেই ভাবনা নিয়ে ‘কলিজার গ্রাম’ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি।’

এলএ/এএসএম

Advertisement