সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১৯ ডিসেম্বর) ওই গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীর চুল ও ভ্রু কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।
ভুক্তভোগী নারীর মা জানান, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদি হাসান সুজনের সঙ্গে তার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে গার্মেন্টসে চাকরির সূত্রে স্বামীর সঙ্গে তার মেয়েও গাজীপুরে থাকত। তাদের দুটি কন্যাসন্তানও আছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে সুজন তার মেয়েকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত।
নির্যাতিতার মা আরও জানান, ১৩ ডিসেম্বর সুজন তার মেয়ের চুল ও ভ্রু কেটে দেয়। এরপর মারধর করতে থাকে। বিষয়টি ১৮ ডিসেম্বর জানাজানি হয়। পরে অসুস্থ মেয়েকে রোববার সকালে শাহজাদপুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা করবো।
Advertisement
এ বিষয়ে জানতে ভুক্তভোগী নারী স্বামী সুজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে ঘটনাটি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, থানায় এখনও কেউ এ ব্যাপারে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/জেআইএম
Advertisement