দেশজুড়ে

সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপি মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রবীণ সঙ্গীত শিল্পী বাদল আহমেদ, ভাওয়াইয়া আসরের সভাপতি বাবু অনন্ত কুমার দেব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদের, দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সাঁকো কুড়িগ্রামের সভাপতি আব্দুর রব রাজু, যুবলীগের নেতা আব্দুল আজিম, সানি, জসিম, রনি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিকের মধ্যে একটি অপ্রীতকর ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সামপ্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে প্রশাসনকে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।নাজমুল হোসেন/এসএস/এমএস

Advertisement